নোয়াখালীর হাতিয়ার চানন্দী থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ৩টি সাউন্ড গ্রেনেড, একটি ছোরা ও একটি লোহারপাত জব্দ করা হয়।আটককৃত ব্যাক্তিদের নাম ইব্রাহিম (৫৫) ও ইমাম উদ্দিন (৩৮)।
শনিবার রাত দেড়টার দিকে চানন্দী ইউনিয়নের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে তাদের মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ি থেকে হস্তান্তর করা হয় হাতিয়া থানায়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আমিনবাজার এলাকায় একদল অস্ত্রধারী জড়ো হয় । পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে দুইজনকে ধরে ফেলে । পরে পুলিশে খবর পেয়ে অঅটক করে তাদের। ।
মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মাহফুজা ১২