২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    রিং পরানো হয়েছে খালেদা জিয়ার হার্টে

    মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন ।

    মির্জা ফখরুল জানিয়েছেন, চিকিৎসকরা শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার এনজিওগ্রাম করেছেন। তার হার্টের মূল আর্টারিতে ৯৯ শতাংশ ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা সফলভাবে সেখানে রিং বসিয়েছেন। চিকিৎসকরা আশা করছেন, তিনি আপাতত হৃদরোগ থেকে মুক্তি পাবেন।

    এর আগে গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। রাত ৩টা ২০মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

    শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এসব তথ্য জানিয়েছেন মির্জা ফখরুল।

    মির্জা ফখরুল বলেন, ‘গতকাল রাতে তিনি (খালেদা জিয়া) অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করার পর ওনার আরেকটি উপসর্গ দেখা দেয়। তার শ্বাসকষ্ট শুরু হয়।’

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর