যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে সুরজে তামাং নামে এক নেপালি নাগরিককে আটক করেছে, পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। সুরজে তামাং নেপালের মৃত শনটা তামাং এর ছেলে। তার বয়স ৪৪ বছর।
এক দল মানুষ অবৈধ প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে যশোর সীমান্তে অভিযান চালায় পুলিশ। এ সময় এক নেপালি নাগরিককে আটক করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরজে স্বীকার করেছে যে পাসপোর্ট, ভিসা ছাড়াই সে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করে সুরজে তামাংকে আদালতে পাঠানো হয়েছে।’
মাহফুজা ১১