১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আরও কমলো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান

    আরও কমলো  মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান।  বৃহস্পতিবার প্রতি ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৮০ রুপি। তবে লেনদেনের একপর্যায়ে এর মান ৭৭ দশমিক ৮১ স্পর্শ করেছিল, যা ভারতের ইতিহাসে রেকর্ড সর্বনিম্ন। খবরটি নিশ্চিত করেছে  রয়টার্স।

    গেল ১৭ মে  মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বনিম্ন ৭৭ দশমিক ৭৯ রেকর্ড করা হয়েছিল। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরবিআই জানায়  -তারা কেবল মুদ্রার চরম অস্থিরতা ঠেকাতে হস্তক্ষেপ করে, এর কোনো নির্দিষ্ট স্তর লক্ষ্য করে নয়।

    ব্যবসায়ীরা বলছেন, অপরিশোধিত তেলের দামে অস্থিরতা রুপির দরপতনকে আরও ত্বরান্বিত করবে। ২০২২-২৩ অর্থবছরের শেষ নাগাদ ভারতীয় রুপির মান ৭৯/ডলারে দাঁড়াতে পারে।  একটি বিদেশি ব্যাংকের এক প্রবীণ ব্যবসায়ী বলেন, রুপির গতিপথ স্পষ্টতই নিম্নমুখী।

    বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হওয়ার কাছাকাছি পৌঁছেছে। ভারত তার চাহিদার প্রায় ৮৫ শতাংশ তেল বিভিন্ন দেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে  দেশটিতে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে। ৭৭ দশমিক ৮০-এর কাছাকাছি স্তর ধারাবাহিকভাবে লঙ্ঘন শুরু হলে রুপির আরও অবমূল্যায়ন দেখা যেতে পারে বলে জানান এমকে গ্লোবালের বিশ্লেষকরা ।

    মাহফুজা ১০

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর