১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    এক হাজার জনেরও বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত

    মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত এক হাজার জনেরও বেশি মানুষ।  বুধবার রয়টার্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে এ তথ্য  জানায় । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস বলেন, আফ্রিকার দেশগুলোর বাইরে মাঙ্কিপক্সের সংক্রমণের ঝুঁকি বাস্তব হলেও এ সময়ে এটি প্রতিরোধযোগ্য।

    জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে আধানম জানান, মাঙ্কিপক্স এক হাজার ৪০০ এর বেশি সন্দেহজনক সংক্রমণ রেকর্ড করা এবছর আফ্রিকায় । এই দেশে  ৬৬ জন মারা গেছে মাঙ্কিপক্সে ।

    তিনি আরো বলেন,  এখন শুধুমাত্র মাঙ্কিপক্সের দিকে মনোযোগ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। কারন  এটি দেখা দিয়েছে উচ্চ আয়ের দেশগুলোতেও।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাঙ্কিপক্সের কৌশলগত বিষয়ক প্রধান রোসামুন্ড লুইস বলেন, ‘বাতাসের মাধ্যমে মাঙ্কিপক্সে সংক্রমণের ঝুঁকি আছে কিনা সে সম্পর্কে এখনও পুরোপুরি জানা যায়নি। তবে স্বাস্থ্যকর্মীদের মাস্ক পরা উচিত যারা  মাঙ্কিপক্স রোগীদের সেবা দিচ্ছে।

    গত মে মাসে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব শুরু হয়। এ পর্যন্ত রোগটি ছড়িয়েছে ২৯টি দেশে ।

    মাহফুজা ০৯

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর