২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মাহিমা চৌধুরী ক্যানসারে আক্রান্ত

    বলিউডের জনপ্রিয়  অভিনেত্রী মাহিমা চৌধুরী স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন । অভিনেতা অনুপম খের ইনস্টাগ্রামে দেয়া  একটি  পোষ্টে খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় এক মাস আগে মাহিমার সঙ্গে তার কথা হলে  জানতে পারেন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর ।

    মাহিমা জানান, অনুপম খের তাকে সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন। এর আগে প্রস্তাবও পেয়েছিলেন ওয়েব সিরিজ ও অন্য সিনেমারও। ক্যানসার আক্রান্ত হওয়ার পর তার মাথায় এখন চুল নেই তাই  ফিরিয়ে দিতে বাধ্য হন সিনেমার প্রস্তাব। আর তিনি নকল চুল পরে অভিনয় করতে চান না। মাহিমার দেয়া তথ্যমতে, তার ক্যানসারের কোনো উপসর্গ ছিল না। রুটিন চেকআপে  এটি ধরা পড়ে।

    ইনস্টাগ্রামের পোস্টে অনুপম খের মাহিমার প্রশংসা করে , এই অভিনেত্রীর জন্য প্রার্থনা করতে ভক্তদের অনুরোধ জানান । বর্ষীয়ান এই অভিনেতা মাহিমাকে নিয়ে কাজ করার জন্য পরিচালক ও প্রযোজকদেরও অনুরোধ করেন।

    মাহিমা চৌধুরী ১৯৯৭ সালে বলিউডে পা রাখেন পরদেশ সিনেমার মাধ্যমে । তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে— ‘দাগ’, ‘ধাড়কান’, ‘কুরুক্ষেত্র’, ‘দিল হ্যায় তোমহারা’, ‘দিল কেয়া কারে’, ‘লজ্জা’ প্রভৃতি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মুক্তি পায় ‘ডার্ক চকলেট’ ২০১৬ সালে ।

    মাহফুজা ০৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর