কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার কুয়েতের আমির রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক চিঠিতে এ শোক জানান। তিনি অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। শনিবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। রাসায়নিকের কনটেইনার একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকে। এ সময় আগুনে পুড়ে যান ৪৯ জন। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ সদস্যও রয়েছেন। এ ছাড়া দগ্ধ ও আহত ১৬৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।
মাহফুজা ০৮