১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    গোতাবায়া রাজাপাকসে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না

    নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করবেননা বলে জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে । তিনি আরও বলেন আমি একজন ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবে চলে যেতে পারি না। দেশটিতে সংকট তৈরি হওয়ার পর সোমবার প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। কলম্বোতে তার সরকারি বাসভবনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, ‘আমি পাঁচ বছরের ম্যান্ডেট পেয়েছি।’ আরও দুই বছর ক্ষমতায় থেকে জাতির সেবায় তার আগের সফল কর্মকাণ্ডের প্রতিলিপি দেখাতে চান । চলতি বছর মার্চ মাস থেকে অর্থনৈতিক সংকটের জেরে শ্রীলঙ্কার পরিস্থিতির চরম অবনতি ঘটে। তখন থেকেই প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠে  গোটা দেশ। ভোগ্যপণ্যের আকাশচুম্বী দাম, জ্বালানির অস্বাভাবিক দাম, বিদ্যুৎ বিভ্রাট, ওষুধের তীব্র সংকট এসবের জন্য আন্দোলনকারীরা প্রেসিডেন্ট ও তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে দায়ী করে আসছেন। গত মাসে আন্দোলনের মুখে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। অবশেষে প্রেসিডেন্ট গোতাবায়া প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন রনিল বিক্রমাসিংহেকে। টেলিমারের একজন অর্থনীতিবিদ প্যাট্রিক কুরান বলেন, আন্দোলনকারীদের শান্ত হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন প্রেসিডেন্ট পদত্যাগ না করে আগামী দুই বছরে রাজনৈতিক অস্থিরতা বাড়বে এবং অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত হতে পারে।

    মাহফুজা-৭

     

     

     

     

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর