হিজাব পরার দাবি জানিয়ে শাস্তি পেলেন, ২৩ ছাত্রী। গেল সপ্তাহে, শ্রেণিকক্ষে হিজাব পরার অনুমতির দাবিতে বিক্ষোভ করায় সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ ২৩ ছাত্রীকে। উপ্পিনগাদি সরকারি ফার্স্ট গ্রেড কলেজের শিক্ষার্থী তারা । খবরটি নিশ্চিত করেছে দ্যা টেলিগ্রাফ। পুত্তুর বিজেপি বিধায়ক এবং কলেজ উন্নয়ন কমিটির (সিডিসি) চেয়ারম্যান সঞ্জীব মাতান্দুর মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআই’কে বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করায় গত সোমবার তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কর্ণাটক হাইকোর্টের রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা সত্তেও ওই ছাত্রীরা বিক্ষোভ করায় তাদের সাজা দেয় কলেজ কর্তৃপক্ষ। হিজাবের পক্ষে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন কর্ণাটকের মুসলিম শিক্ষার্থীরা। গেল ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় দেয় । রায়ে বলা হয়, ইসলাম ধর্মে হিজাব পরা বাধ্যতামূলক নয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে এটি পরা নিষিদ্ধ করার অধিকার রয়েছে স্থানীয় সরকারের। গত ১ জানুয়ারি কর্ণাটকের উদুপিতে একটি কলেজে কয়েকজন হিজাব পরা শিক্ষার্থীকে ক্লাসে বসতে বাধা দেয়ার ঘটনা ঘটে। হিজাব পরা শিক্ষার্থীরা ক্লাসে ঢুকতে পারবে না বলে জানিয়ে দেন কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভাট ।
মাহফুজা -৭