ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় । ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার হজযাত্রীরা পাবেন এ সুবিধা । দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার জানানো হয় এ তথ্য । ইলেকট্রনিক রেজিস্ট্রেশনের মাধ্যমে হজ যাত্রীরা পাবেন বিভিন্ন প্যাকেজ, নানা ধরনের সেবাসমূহ এবং পুরো সপ্তাহ ২৪ ঘণ্টা থাকবে কল সাপোর্ট সুবিধা। এ সুবিধা দিবে একটি পোর্টালের মাধ্যমে জানায় দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। www.motawif.com.sa. এই পোর্টালে প্রবেশ করে সেবাসমূহ নেয়া যাবে। ইলেকট্রনিক ভিসাও দেয়া হবে পোর্টালের মাধ্যমে যাতে হজ যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে হজে আসতে পারে । সৌদি গ্যাজেট বিষয়টি নিশ্চিত করেছে।
২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি