কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন । টুইটারে এ খবর তিনি নিশ্চিত করেন। টুইটার পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, আমার কোভিড-১৯ শনাক্ত হয়েছে। উপসর্গ মৃদু।
সব বিধিনিষেধ অনুযায়ী আমি বাড়িতে কোয়ারেন্টিনে আছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। নিজের মা এবং দলীয় প্রধান সোনিয়া গান্ধীর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশের এক দিন পর প্রিয়াঙ্কার শরীরে করোনা শনাক্ত হলো।