২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ১৬০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রী আটক

    সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ১৬০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে, কাস্টমস কর্তৃপক্ষ। সকালে, দুবাই থেকে একটি আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানায়, যাত্রী ময়নুল ইসলাম তার লাগেজের ভেতরের রড ফেলে দেন। তিনি স্বর্ণ গলিয়ে পাত বানিয়ে সেটি রড হিসেবে ব্যবহার করেন। সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে বিষয়টি ধরে পরে। পরে ওই ছাত্রীকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের বাজার দাম প্রায় ৮০ লাখ টাকা।

    ময়নুল ইসলাম শাকিল ওসমানী বিমানবন্দরের গ্রিন চ্যানেল পাড়ি দেওয়ার সময় তার কাছে স্বর্ণ আছে কি না জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে তার ব্যাগ তল্লাশি করে বিশেষ পন্থায় আনা ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

    আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের এই কর্মকর্তা।

    প্রসঙ্গত, এর আগে গত ২৭ মে মো. আলী আহমদ নামে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে একইভাবে নেবুলাইজার মেশিনের ভেতরে করে অভিনবপন্থায় নিয়ে আসা ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছিল।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর