২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পাবনায় অবৈধ দুইটি ক্লিনিকসহ ১৬টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

    পাবনা প্রতিনিধি : স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে পাবনায় নিবন্ধনহীন দুইটি ক্লিনিক ও ১৬টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

    গত ২৪ ঘন্টায় পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মোস্তাফিজুর রহমান ও সদর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কে এম সালাউদ্দিন অভি”র নেতৃত্বে  শালগাড়িয়া রোডস্থ হেলথ কেয়ার ক্লিনিক হাসপাতাল ও সৌদিয়া হাসপাতাল নামে দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে সিলগালা করেছেন তারা।

    এসময় ডাক্তার এস এম মোস্তাফিজুর রহমান জানান আমাদের এ অভিযান চলমান থাকবে।

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন জানান, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ধারা বাহিক ভাবে অভিযান চলছে। নিবন্ধনহীন ক্লিনিক ও ১৬টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে নিবন্ধন ও নবায়নের মাধ্যমে সেবার মান নিশ্চিত করে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো তাদের সেবা কার্যক্রম শুরু করতে পারবে। পাবনার জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমন অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ উপকৃত হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর