চার দিনের মাথায় আবারো ডলারের বিপরীতে টাকার মান কমালো আন্তঃব্যাংক মুদ্রাবাজার। এখন এক ডলারের বিপরীতে টাকার মান ৯০ পয়সা কমিয়ে ধরা হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। অর্থাৎ এ ক ডলারের দাম এখন ৮৯ টাকা ৯০ পয়সা। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এ দাম নির্ধারণ করে দিয়িছে। এর আগে ২৯ মে দেশে ডলারের রেট ৮৯ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘ওপেন মার্কেটে চাহিদা বাড়ছে, সেই বিবেচনায় নিয়েই দর নির্ধারণ করা হয়েছে। যারা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন তারা প্রতি ডলারে ৮৯ টাকায় স্বাচ্ছন্দ্যবোধ করছে না। তাই প্রবাসীদের খুশি করার জন্য প্রকৃত দরের উপর মূল্যায়ন করে ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।’
বাজারের পরিস্থিতি বিবেচনায় ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ডলার সরবরাহ করছে জানিয়ে তিনি বলেন, ‘চলতি অর্থবছরে এখন পর্যন্ত ব্যাংকগুলোর কাছে ৬ বিলিয়নের বেশি ডলার বিক্রি করা হয়েছে। যখনই প্রয়োজন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ডলার সরবরাহ করছে।’
এদিকে, গত এক মাসের মধ্যে ডলারের দাম বেড়ে খোলাবাজারে ১০২ টাকা অতিক্রম করে রেকর্ড গড়েছিল। পরে কিছুটা কমে বর্তমানে ৯৬ থেকে ৯৮ টাকায় ডলার কেনাবেচা হচ্ছে।