মামলা হয়েছে ভারতের সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে) এর মৃত্যুর ঘটনায় । কলকাতার নিউ মার্কেট থানায় বুধবার (১ জুন) সকালে কেকে’র মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে ।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, কেকে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে তার যে সঙ্গীরা এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন নিউ মার্কেট থানায়। সেই অভিযোগ পেয়েই তদন্ত নেমেছে নিউ মার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছে পুলিশ।
কৃষ্ণকুমার কুন্নাথ মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর।
জানা যায়, এদিন তিনি গুরুদাস বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত কলকাতা সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র: আনন্দবাজার