৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক পুলিশ সদস্য

    রাজধানীর কাকরাইল মোড়ে মো. শহিদুল ইসলাম মণ্ডল (৪৬) এক পুলিশ সদস্য কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন।

    সোমবার (৩০ মে) রাতে এই দুর্ঘটনা ঘটে।

    রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার মঙ্গলবার (৩১ মে) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, কাকরাইল মোড় এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, শহিদুল গাজীপুর হাইওয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তরী গ্রামে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর