যশোরের বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে পুকুরে গোসল করে নেমে মৃত্যু হয়েছে তিন শিশুর ।
সোমবার (৩০ মে) দুপুর ১টার দিকে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলেন- শ্রীরামপুর গ্রামের হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) ও সাইদ মোল্যার ছেলে হোসাইন (৫)।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানান, দুপুরে তিন শিশু পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়া সত্ত্বেও শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করে। এক পর্যায়ে তারা পুকুর পাড়ে শিশুদের স্যান্ডেল দেখতে পান। পরে তারা পুকুরে নেমে তিন শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত বাঘারপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিন শিশুকে মৃত ঘোষণা করেন।