ঢাকা বিশ্ববিদ্যালয় আবারো ছাত্রলীগ-ছাত্রদল মুখোমুখি অবস্থানে। হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদল মিছিল বের করলে তাদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের হাতেই লাঠিসোটা দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বৃহস্পতিবার সকাল থেকে ছাত্রদলের কিছু নেতাকর্মী দোয়েল চত্বর এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে মিছিলের শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন, ‘ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’। তাদের সেই মিছিল কিছুদূর এগোতেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধাওয়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন ছাত্রদল পিছু হটে।
এদিকে, অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার আলোচিত খবরকে জানান, অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কার্জন হল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।