২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৫০ জন নিহত

    জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এই হামলার ঘটনা গত রোববার (২২ মে) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশের রান শহরে ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা সোমবার (২৪ মে) সংবাদ সংস্থা রয়টার্সকে ফোনে একথা জানিয়েছে।

    ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এ প্রদেশটি বোকো হারামের হামলার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। জাতিসংঘের মতে, গত এক দশকেরও বেশি সময় ধরে এ অঞ্চলটির কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সাড়ে ৩ লাখ মানুষ জঙ্গিদের হামলা ও মানবিক সংকটে মারা গেছে।

    স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে রোববারের হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছে।

    এ বিষয়ে জানতে নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অনিয়েমা নওয়াচুকউর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    হারুন টম নামে এক কৃষক জানান, ‘নিরীহ মানুষদের হত্যার ঘটনায় আমরা সবাই দুঃখিত।  হামলার সময় মারা যাওয়া লোকজন তাদের জমিতে কাজ করছিলেন।  আমরা তাদের লাশ দাফন করেছি।’

     

    সূত্র: রয়টার্স

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর