কুষ্টিয়ার খোকসা উপজেলায় কনক নামে সাড়ে তিন বছরের এক শিশুর খেজুর গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে। এই ঘটনা সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে ঘটে। নিহত শিশু ওই গ্রামের ইন্দ্রজিৎ পাড়ইয়ের ছেলে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মা কল্পনা শিশু কনককে সঙ্গে নিয়ে প্রতিবেশী মনিরুল ইসলামের বাড়িতে নতুন ঘর তোলা দেখতে যান। এসময় ওই প্রতিবেশীর বাড়িতে শ্রমিকরা একটি খেজুর গাছ কাটছিলেন। শিশুটি তার মায়ের সঙ্গে নিরাপদ দূরত্বে অপর একটি ঘরের মেঝেতে বসে ছিল। হঠাৎ কাটা খেজুর গাছটি প্রায় ১০ ফুট দূরে বসা শিশু কনকের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘শিশুটি গাছ চাপায় মারা গেছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।’