১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    আত্মসমর্পণ করেছে ওসি প্রদীপের স্ত্রী চুমকি

    অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারণ ।

    সোমবার (২৩ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন চুমকি কারণ। আদালত শুনানী শেষে চুমকির জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

    এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দুদকের আইনজীবি মাহমুদুল হক।

    উল্লেখ্য, ২০২০ সালের ২৩ আগস্ট ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা করে দুদক। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে দায়েরকৃত এই মামলায় ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। ওসি প্রদীপ গ্রেপ্তারের পর থেকেই পলাতক ছিলেন চুমকি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর