নরসিংদীতে ছেলে-মেয়েসহ মায়ের লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ মে) বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রহিমা বেগম (৩৬) তার ছেলে রাব্বি শেখ (১২) ও মেয়ে রাকিরা শেখ (৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ ।
তিনি বলেন, কে বা কারা কেন তাদের হত্যা করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রহিমা বেগম দর্জি ছিলেন। আজ সকাল ৮টার দিকে স্থানীয় এক নারী তার কাপড় আনতে রহিমার বেগমের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দরজার নিচ দিয়ে রক্ত দেখতে পান। এসময় তার চিৎকার শুনে পাশপাশের লোকজন এসে জড়ো হয়ে ঘরে ঢুকে তিন জনের মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।