নোয়াখালীর কবিরহাটে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি ছোট ভাইয়ের লাঠির আঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আব্দুল হাই মাষ্টার পালাকত।
এ ঘটনা শনিবার (২১ মে) রাতে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে ঘটে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গফুর মেম্বার বাড়িতে পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার রাতে কথা কাটাকাটি হয় বড় ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে ছোট ভাই আব্দুল হাই মাষ্টারের। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আব্দুল হাই মাষ্টার বড় ভাই দেলোয়ারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন দেলোয়ার। পরে পরিবারের সদস্যরা দেলোয়ারকে উদ্ধার করে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেলোয়ারের লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে আসে। রোববার (২২ মে) সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।