অভিনেত্রী পল্লবী দের ঘটনাটি হত্যা না আত্নহত্যা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। কারণ হিসে জানা গেছে প্রয়াত টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে এক ছেলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন । সেই ছেলের সঙ্গে দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন পল্লবী, এর আগে থাকতেন হাওড়ায়।
আজ পল্লবীর প্রেমিক সিগারেটের জন্য বাইরে যান। ফিরে এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকে পল্লবীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেন প্রেমিক।
প্রেমিক ছেলে জানিয়েছে, গেল দুই দিন পল্লীর সঙ্গে কথাকাটাকাটি হয়। তবে কি নিয়ে কথা কাটাকাটি হয়, তা জানায়নি পুলিশ। এখন পর্যন্ত ঘরের ভেতর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছেন সূত্রটি।
পল্লবী ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে অভিনয় করেছিলেন । এই চরিত্রের জন্য জনপ্রিয়তা পান পল্লবী। এর আগে ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। ‘কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও অভিনয় করেন পল্লবী।