যে যত কথাই বলুকনা কেন সাকিব আল হাসানের বিকল্প এখনে আমাদের হাতে নেই বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।চট্টগ্রামে ক্রিকেটারদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।গতকালকের রিপোর্টে বিশ্বসেরা অলরাউন্ডার করোনা মুক্ত হয়েছে জানিয়ে বিসিবি প্রধান বলেন আজও টেস্ট করানো হবে। আর নিগেটিভ হলে দলের সঙ্গে যোগ দিবেন। সদ্য করোনা থেকে সুস্থ হওয়ায় সাকিবের ওপর কোনো বাড়তি চাপ দিতে চাইছেন না তিনি। তবে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও সাকিবের কাছে রাখছেন পাপন।
এর আগে অবশ্য ফিটনেস টেস্ট ও মেডিকেল টিমের পরামর্শই অগ্রাধিকার পাবে বলে জানালেন বিসিবি সভাপতি। আজ বিকেলে চট্টগ্রাম গিয়ে শনিবার দলের সঙ্গে অনুশীলন করবেন সাকিব। এরপর ফিটনেস টেস্ট ও তার শরীরের অবস্থা বিবেচনায় আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
প্রথম টেস্টে সাকিবের খেলার বিষয়ে পাপন বলেছেন, ‘গতকাল রাতেই আমাকে সাকিব জানিয়েছিল ও নেগেটিভ। তবু আমাদের প্রটোকল অনুযায়ী ওকে আজ করোনা পরীক্ষা করিয়েছি আমরা। সেখানেও নেগেটিভ এসেছে ফলাফল। যেটা কিছুক্ষণ আগে জানতে পেরেছি।’