বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ আলাদা ভাবে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব,বসুন্ধরা কিংস,শেখ জামাল।আবাহনী ও শেখ রাসেলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে চার ভেন্যুতে চার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়ৈছে সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফের পক্ষে গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন ওদুহ, উজবেকিস্তানের ডিফেন্ডার আসরর গফুরভ ও আরেক নাইজেরিয়ান এমেকা ওগবোগ।মোহামেডানের হয়ে গোল শোধ দেন দেশি মিডফিল্ডার জাফর ইকবাল।
বাংলাদেশ পুলিশের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এএফসি কাপে যাওয়ার আগে জয় পেলো অস্কার ব্রুজনের দল।রাজশাহীতে অনুষ্ঠিত এই ম্যাচে বসুন্ধরা কিংসের পক্ষে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেইরা। ৮১ মিনিটে পেনাল্টি কিক পায় পুলিশ। দানিলো স্পটকিক থেকে ব্যবধান কমান। এ জয়ের মধ্যদিয়ে আগামী শনিবার এএফসি কাপ খেলতে যাওয়ার আগে একটু স্বস্তি পেলো বসুন্ধরা কিংসের ফুটবলাররা।
অন্য দিকে মুন্সিগঞ্জ ভেন্যুতে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ।শেখ জামালের পক্ষে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান মুসা তাইচির।
এদিকে সিলেটে আবাহনী ও শেখ রাসেলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।আবাহনীর পক্ষে গোলটি করেন মেহেদী হাসান রয়েল। শেখ রাসেল দিপক রায়ের গোলে সমতায় ফেরেন।