৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    পৌর মেয়রের দোকানের গোডাউনে মিললো ৩ হাজার লিটার তেল

    নাটোরের বড়াইগ্রামে পৌর মেয়রের দোকানের গোডাউন থেকে র‍্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে তিন হাজার লিটার তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে তেল মজুদের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (১১মে) বিকালে বড়াইগ্রামে মৌখড়া বাজারে যৌথ অভিযানে এই তেল নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউন থেকে জব্দ করা হয়।

    নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান তানভীর জানান,  নয়ন ডিপার্টমেন্টাল স্টোর গোডাউন থেকে উদ্ধারকৃত তিন হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল ন্যায্যমূল্যে প্রকাশ্যে ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়। এসময় নাটোর র‌্যাব ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

    নয়ন ডিপার্টমেন্টাল স্টোরটি পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়নের মালিকানাধীন বলে জানা যায়।

    পৌর মেয়র নয়ন জানান, তার অজান্তে কর্মচারিরা সেগুলো রেখে দিয়েছিলো।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর