১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যূ

    মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) নামে এক স্কুলছাত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর বাবা ও ভাই এ ঘটনায় আহত হয়েছেন ।

    রোববার (৮ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী মেহজাবিন তালুকদার শ্রেয়সী তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

    হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, রোববার সকালে তাড়াশ থেকে মহাসিন তালুকদার ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তারা ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শ্রেয়সী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পিছন থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর