মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) নামে এক স্কুলছাত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর বাবা ও ভাই এ ঘটনায় আহত হয়েছেন ।
রোববার (৮ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী মেহজাবিন তালুকদার শ্রেয়সী তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, রোববার সকালে তাড়াশ থেকে মহাসিন তালুকদার ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তারা ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শ্রেয়সী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পিছন থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।