নারায়ণগঞ্জের গাউসিয়ায় মিতা স্পিনিং মিলে লাগা আগুন সোমবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণে আসে।
এর আগে, সকাল ৮টা ১২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়ারলেস অপারেটর ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যানা যায়নি।’