পটুয়াখালীর কয়েকটি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন শাওয়াল মাসের চাঁদ আফগানিস্তানসহ বিশ্বের ৭টি দেশে দেখা যাওয়ায় । রোববার (১ মে) সকাল সাড়ে ১০টায় বদরপুর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদুল ফিতরের নামাজ শেষে মুসুল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করেন এবং মিষ্টিমুখ করানো হয়। এসব এলাকায় বইছে উৎসবের আমেজ। তবে জেলার কতো মানুষ আজ ঈদ উদযাপন করছেন জেলা প্রশাসন সেটা নিশ্চিত করতে পারেনি ।
বদরপুর দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত বলেন, ‘আফগানিস্থান ও নাইজেরিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আমরা ঈদুল ফিতর উদযাপন করছি