২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মোহামেদ সালাহ ভাগ বসালেন রোনাল্ডোর রেকর্ডে

    লিভারপুলের হয়ে চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলে ২২টি গোল করেছেন মোহামেদ সালাহ।  আর সতীর্থদের দিয়ে আরও ১৩ গোল করিয়েছেন তিনি। এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলল মৌসুম শেষের আগেই।

    ২০২১-২২ মৌসুমে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সালাহ।শুক্রবার এক বিবৃতিতে তার নাম ঘোষণা করেছে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ)।এই নিয়ে দ্বিতীয়বারের মতো এফডব্লিউএর ভোটে পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৭-১৮ মৌসুমের জন্য বর্ষসেরা হয়েছিলেন এ মিসরীয় ফরোয়ার্ড।

    আর এতে ম্যানইউ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ডে ভাগ বসালেন সালাহ।  শুধু সিআরসেভেনই নয়; টিম ফিনে, ড্যানি ব্ল্যাঙ্কফ্লাওয়ার, স্ট্যানলি ম্যাথিউস, কেনি ডালগ্লিশ, জন বার্নস, গ্যারি লিনেকারের রেকর্ডেও ভাগ বসালেন তিনি।

    এরা প্রত্যেকেই দুবার করে করে বর্ষসেরার পুরষ্কার পেয়েছেন। ৪৮ শতাংশ ভোট পেয়ে সেরা ফুটবলার হয়েছেন ২৯ বছর বয়সি সালাহ। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন দ্বিতীয় ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার ডেকলান রাইস তৃতীয় স্থান পেয়েছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর