উয়েফা ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ফ্র্যাঙ্কফুর্ট। লন্ডন স্টেডিয়ামে ম্যাচের এক মিনিটেই আন্সগার কেনাউফের গোলে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। এর পর গোল শোধে মরিয়া ওয়েস্ট হাম আর ব্যবধান বাড়াতে চায় ফ্র্যাঙ্কফুর্ট। ম্যাচের ২১ মিনিটে মিচাইল অ্যান্তোনিওর গোলে সমতায় ফেরে ওয়েস্টহাম। বিরতির আগে কোন দলই আর জালের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে আক্রমন আর পাল্টা আক্রমনে খেলা জমে ওঠে। ম্যাচের ৫৪ মিনিটে দাইচি কামাদার গোলে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। এ গোল আর শোধ করতে পারেনি ওয়েস্ট হাম। দিনের অপর ম্যাচে রেঞ্জার্স ফুটবল ক্লাবের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আরবি লিপজিগ।
১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৩ হিজরি