মৌলভীবাজারের বড়লেখার লাঘাটি এলাকায় রুবিনা বেগম (৪৮) নামে এক স্কুল শিক্ষিকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন। নিহতের স্বামী এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে বড়লেখার দাসের বাজার ইউনিয়নের লাঘাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবিনা বর্ণি ইউনিয়নের বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ জানায়, লাঘাটি গ্রামের স্কুল শিক্ষক আব্দুল করিমের বাড়িতে সিলিন্ডার গ্যাস দিয়ে চলতো রান্নাবান্নার কাজ। বুধবার রাতে রান্নাবান্না শেষ করে মনের অজান্তেই গ্যাস পুরোপুরি বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন রুবিনা বেগম। সাহরীর সময় উঠে রান্না ঘরে যান তরকারি গরম করতে। সেখানে গিয়ে চুলায় আগুন ধরাতেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে রান্না ঘরে আগুন ধরে যায়। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুঁটে এসে আগুন নেভান। পরে দগ্ধ অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করে সিলেটের বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সে সময় হাসপাতালের চিকিৎসক রুবিনাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর হোসের সরদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। স্কুল শিক্ষক আব্দুল করিমের শুধু পা দগ্ধ হয়েছে। তিনি সিলেটে চিকিৎসাধীন আছেন।