৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    হাইকোর্ট ‘শিশু বক্তা’ রফিকুল মাদানীর আপিল শুনবেন

    কথিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর জামিনের বিষয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

    গত সপ্তাহে এ আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ।

    বুধবার (২৭ এপ্রিল) আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা।

    তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের গাছা থানার মামলায় এবং রাজধানীর তেজগাঁও থানার মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিন নামঞ্জুর করা হয়। বিচারিক আদালতের এ আদেশের বিরুদ্ধে তার জামিন প্রার্থনা করে উচ্চ আদালতে আপিল করা হয়েছে।

    গত ৯ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মাদানীর জামিনের বিষয়ে আপিল করা হয় বলেও জানান এই আইনজীবী।

    ২০২১ সালের ৭ এপ্রিল ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানিকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নেত্রকোনার নিজবাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি ফোনের মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন বরে দাবি করেছে র‌্যাব।

    এরপর ১১ এপ্রিল তার বিরুদ্ধে গাজীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মো. মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি। মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

    একই অভিযোগে মাদানীর বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

    তবে গত বছরের ৩০ সেপ্টেম্বর ময়মনসিংহের কোতয়ালী থানার বিস্ফোরক আইনের মামলায় মাদানীর জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর