৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    বোনাসের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর করা হয়

    বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। কারখানার শ্রমিকরা এসময় কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় ।

    রোববার (২৪ এপ্রিল) দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকার স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা এ বিক্ষোভ- ভাংচুর করে।

    শ্রমিকরা জানায়, ওই কারখানায় প্রায় ১৪০০ জন কাজ করে। ঈদের বোনাস না দিয়ে আগামী শনিবার থেকে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা বোনাসের দাবি করলে কর্তৃপক্ষ কোনো কিছু জানায়নি। ফলে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কাজ বন্ধ রাখলে হাফ বোনাসের ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। এক পর্যায়ে সব শ্রমিক সড়কে নেমে ফুল বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে।

    ওই কারখানার কয়েকজন শ্রমিক জানায়, সকালে এসে সুন্দরভাবে কাজ করছিলাম। কর্তৃপক্ষ জানায় ঈদের ছুটি ছয়দিন। পরে ১০টার দিকে তারা জানায় সাতদিন ছুটি দেওয়া হবে। এ কথা শুনে শ্রমিকরা ১০ দিনের ছুটি ও ফুল বোনাসের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়কে বিক্ষোভ করে।

     

    প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ করার সময় সড়কের পাশে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এঘটনায় পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর