হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের একটি ব্যস্ত সড়কে স্থানীয় সময় বুধবার একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে নিহত হয়েছে ৬ জন । কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে প্লেনের পাইলটও আছেন। খবর রয়টার্সের।
হাইতির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পোর্ট অব প্রিন্স বিমানবন্দর থেকে উড্ডয়ন করে জ্যাকমেল শহরের উদ্দেশে রওনা করে প্লেনটি।
উড্ডয়নের পরই প্লেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং বার বার সংকেত দেওয়া হচ্ছিল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। এক টুইট বার্তায় তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা।
তবে ওই টুইট বার্তায় তিনি হতাহতের সংখ্যা উল্লেখ করেননি। প্লেনটি ক্যারেফোর এলাকায় বিধ্বস্ত হয়েছে। ওই শহরের মেয়র জুড এডুয়ার্ড পিয়েরে জানিয়েছেন, দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।
একটি সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর পাইলটকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে একটি রাস্তার মাঝখানে বিধ্বস্ত প্লেনটি পড়ে আছে।