মৌলভীবাজারে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল আহমদ (৩০) নামে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে দুর্ঘটনায় নিহত হয়েছেন ।
বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এম সাইফুর রহমান সড়কের পুরাতন থানা এলাকায় ঘটনাটি ঘটে। রুমেল আহমদ সদর উপজেলার বলিয়ারবাগ গ্রামের মসুদ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুমেল আহমদ মোটরসাইকেল চালিয়ে শহরের পশ্চিম বাজার যাচ্ছিলেন। পুরাতন থানা এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার উপ সহকারী পরিদর্শক মো. আলমগীর মিয়া। তিনি জানান, লাশ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে। প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।