২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ফিলিপাইনে গ্রীষ্মকালীন ঝড়ে ২৫ জন  নিহত

    মঙ্গলবার (১২ এপ্রিল) ফিলিপাইনের সরকারি কর্মকর্তারা  জানান দেশটির ওপর দিয়ে বয়ে যাওয়া গ্রীষ্মকালীন ঝড় মেগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ।

    এর আগে রোববার সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বাতাসের গতি বেগ নিয়ে ফিলিপিন্সেরে ওপর দিয়ে বয়ে যায় গ্রীষ্মকালীন ঝড় মেগি। চলতি বছর এটিই এ ধরনের প্রথম ঝড়। ফিলিপিন্সে বছরে গড়ে এ ধরনের ২০টি ঝড় হয়।

    সংবাদ মাধ্যম জানায়, ঝড় থেমে যাওয়ার পর থেকে উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারীরা।  মঙ্গলবারও দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলোতে বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনকে সরিয়ে নিতে কাজ করে গেছেন তারা। এতে উদ্ধারকারীদের অনেকটা বেগ পেতে হয়েছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্তৃপক্ষ ও স্থানীয়দের শেয়ার করা ছবিতে দেখা গেছে, কর্দমাক্ত জলাভূমির মধ্যে দিয়ে হেঁটে অসহায়দের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এছাড়া দুর্গম এলাকাগুলোতে বন্যার কারণে ডুবে যাওয়া বাড়ির মানুষদের উদ্ধারে রবারের ডিঙ্গি ব্যবহার করেতে দেখা গেছে তাদের।

    সোমবার লেইতে প্রদেশের বেবে শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে বহু মানুষ চাপা পড়ার পর ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

    জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণের দাভাও অঞ্চলে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।

    চার মাস আগে ডিসেম্বরে সুপার টাইফুন রাই ফিলিপিন্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সে সময় ঝড়ের কারণে ৩৭৫ জনের মৃত্যু ও প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

     

    সূত্র: বিবিসি

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর