২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে শুরু বৈসাবি (ভিডিওসহ)

    মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে স্ব-স্ব এলাকায়  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়  রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে তিন দিনব্যাপী বৈসাবি উৎসবের শুভ সূচনা করেছে। এদিকে সকালে জেলা শহরের গর্জনতলী এলাকায় ত্রিপুরা সম্প্রদায় কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসিয়ে তাদের বৈসুক উৎসবের সূচনা করে। ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এসময় জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

    ফুল ভাসানোর পর বয়োজেষ্ঠ্যদের স্মান করানো, নতুন বস্ত্র উপহার এবং পিঠা-পুলি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। এরপর নাচে-গানে আগত অতিথিদের মাতিয়ে তোলেন ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর