১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে ৬ জন নিহত, ১০ জন আহত

    রোববার (৩ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম তথ্য থেকে জানা যায় যে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এসময় আরো ১০ জন আহত হয়েছেন।

    স্যাক্রামেন্টোর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার সন্দেহভাজনদের শনাক্ত করতে স্থানীয়দের কাছ থেকে তথ্য সহায়তা চেয়েছেন।

    সংবাদ সম্মেলনে তিনি জানান, এই মুহূর্তে, আমাদের তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিষয়টি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিস্তারিত জানানো যাচ্ছে না এখনই।

    অঙ্গরাজ্যের রাজধানী এবং গোল্ডেন সেন্টার- ১ এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটে যেখানে বার ও রেস্তোরা রয়েছে। গত শনিবার রাতে সেখানে এক কনসার্ট হয়েছিল।

    পুলিশ প্রধান ক্যাথি লেস্টার আরো জানান, এই মুহুর্তে ঠিক বলা যাচ্ছেনা যে ক্লাব বা কোনো ইভেন্টের সাথে গোলাগুলির সংশ্লিষ্টতা রয়েছে কিনা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর