রোববার (৩ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম তথ্য থেকে জানা যায় যে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এসময় আরো ১০ জন আহত হয়েছেন।
স্যাক্রামেন্টোর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার সন্দেহভাজনদের শনাক্ত করতে স্থানীয়দের কাছ থেকে তথ্য সহায়তা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এই মুহূর্তে, আমাদের তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিষয়টি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিস্তারিত জানানো যাচ্ছে না এখনই।
অঙ্গরাজ্যের রাজধানী এবং গোল্ডেন সেন্টার- ১ এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটে যেখানে বার ও রেস্তোরা রয়েছে। গত শনিবার রাতে সেখানে এক কনসার্ট হয়েছিল।
পুলিশ প্রধান ক্যাথি লেস্টার আরো জানান, এই মুহুর্তে ঠিক বলা যাচ্ছেনা যে ক্লাব বা কোনো ইভেন্টের সাথে গোলাগুলির সংশ্লিষ্টতা রয়েছে কিনা।