গেল বছরটা জ্যাকলিন ফার্নান্দেজের কঠিন হিসেবে কেটেছে। অর্থ পাচারের মামলায় নাম জড়ায় তার। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ভাইরাল হয়েছিল ‘কিক’ অভিনেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি। ছিলেন প্রেমের সম্পর্কে। এসব নিয়ে সমালোচনার মুখে পড়েন। উল্লেখ করার মতো ছিল না তেমন কোনো কাজ।
এবার সাজ-পোশাকের জন্য ট্রলের শিকার হলেন জ্যাকলিন। ১ এপ্রিল রাতে অভিনেত্রী পেন স্টুডিওর জয়ন্তীলাল গাদার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। যেখানে একটি কালো ড্রেসের সঙ্গে একটি চকচকে বিশাল ব্রেসলেট পরতে দেখা যায় তাকে। দুই হাতে বেশ কয়েকটি হীরার পাথর ও কানে হীরের দুল পরেছিলেন জ্যাকলিন।লাল গালিচায় তার হাঁটার ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা জ্যাকলিনের দামী গহনা দেখে কটাক্ষ করছেন। সুকেশ চন্দ্রশেখরের নাম উল্লেখ তাকে ট্রল করতে শুরু করেন। এমনকি সুকেশ জ্যাকলিনের চাহিদা মিটিয়েই আজ কারাগারে, এসব মন্তব্যও আসছে ওই ভিডিওকে ঘিরে।
তবে এসব নিয়ে মুখ খুলেননি শ্রীলঙ্কান এই সুন্দরী। নতুন বছরটা আনন্দে কাটানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন তিনি।