২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইরানি পরিচালকের সিনেমায় জয়া আহসান

    মডেল, অভিনেত্রী জয়া আহসান গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। দুই বাংলায় নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। এবার ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি।

    কয়েকদিন ধরেই নির্মাতা ও তার টিম চষে বেড়াচ্ছে রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকা।

    ‘ফেরেশতে’ নামের সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য করেছেন অতাশ জমজম। জানা যায়, আজ সোমবার বসুন্ধরার সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টসহ আশেপাশের এলাকায় জয়া আহসানকে নিয়ে শুটিং করছেন তিনি। তার সঙ্গে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু। দুইজনই

    বস্তিতে বসবাসকারীর পোশাকে সেজে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি টিম।এ বিষয়ে জানতে জয়ার সঙ্গে যোগাযোগ করলে তার মুঠোফোন থেকে কোনো সাড়া মেলেনি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর