স্বামীকে খুন করে তার পরিচয় যেন সামনে না আসে তাই শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছিলেন তিনি। এর পর মস্তকবিহীন ওই লাশ একটি কম্বলে মুড়িয়ে ফেলে রেখেছিলেন রাস্তায়। মিসরের উত্তরাঞ্চলে গিজার একটি গ্রামে ওই ঘটনা ঘটে বলে শুক্রবার গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
গত বছরের মে মাসে গিজার লামবাবা গ্রামের বাসিন্দারা রাস্তায় কম্বলে মোড়ানো একটি মৃতদেহ খুঁজে পান। তবে লাশের মাথা না থাকায় স্থানীয় নিহতের পরিচয় শনাক্ত করতে পারছিলেন না।
খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে থাকা সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে পুলিশ ভিকটিমের স্ত্রীকে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন যে, তার স্বামীর দুর্ব্যবহারের কারণে তাকে হত্যা করেছেন। ওই নারীর অভিযোগ, তার স্বামী যৌন উত্তেজক ওষুধ সেবন করে তাকে নির্যাতন করতেন।
তিনি বলেন, স্বামী ঘুমিয়ে থাকার সময় তিনি তার মাথা ছুরি দিয়ে আলাদা করে ফেলেন। তার যৌনাঙ্গও কেটে ফেলেন। এরপর মাথাটি একটি ভাগাড়ে ফেলে দেন। আর দেহটি কম্বলে মুড়িয়ে একটি ওয়ার্কশপের সামনে রেখে আসেন বলেও জানান তিনি।