২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, দগ্ধ ৯ শ্রমিক

    মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার দগ্ধ হয়েছেন ৯ শ্রমিক । দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

    উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ কে এম সেলিমের মালিকানাধীন লিলি কেমিক্যাল কোম্পানির টিনশেড কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।

    কেমিক্যাল কারখানার সুপারভাইজার আব্দুল বাতেন বলেন, আগুনের খবর পেয়ে আড়াইহাজার ও আদমজী স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

    তিনি আরও জানান, কারখানাটি টিনশেডের। প্রবল ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে কাছে থাকা ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন।

    দগ্ধরা হলেন-বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী হাসান, রাসেল, আকালু, মুজাহিদ।

    ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর