সোমবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টায় কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ ট্রলারঘাট এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ ২ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল ও ট্রলার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ এর অধিনায়াক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
আটককৃতরা হলেন- টেকনাফ সাবরাং মিস্ত্রিপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মো. তৈয়ব (১৯) ও জাদিমোড়া ক্যাম্প ব্লক এ/৬ এর বাসিন্দা মো. শহিদ (২০)।
লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ দক্ষিণ ট্রলারঘাট এলাকায় বিজিবি নজরদারি রাখা হয়। এদিন দিবাগত রাত ১টার দিকে মিয়ানমার থেকে একটি ট্রলার মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অভিযান পরিচালনা করে ট্রলারটি জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ২ ব্যক্তিকে আটক করা হয়। তাদের তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ও ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।