সোমবার (২৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এরবরাত থেকে জানা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসাবে পূর্ব ডনবাস অঞ্চলের অবস্থা নিয়ে আপস করতে এবং একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন।
জেলেনস্কি একটি ভিডিও কলে সরাসরি রাশিয়ান সাংবাদিকদের কাছে বলেন এ বিষয়ে যেকোন চুক্তি তৃতীয় পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে এবং তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তার নিশ্চয়তা এবং নিরপেক্ষতা, আমাদের রাষ্ট্রের নন-নিউক্লিয়ার অবস্থার জন্য আমরা সদা প্রস্তুত।
এর আগে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ জানান, রাশিয়া ইউক্রেনে উত্তর ও দক্ষিণ কোরিয়া তৈরি করার চেষ্টা করছে।
এদিকে, তুরস্কে ব্যক্তি পর্যায়ে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সপ্তাহে। ইউক্রেন এবং রাশিয়ান কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান যে বৈঠকটি ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।