নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে বাংলাদেশ ১০০ রানে হেরেছে। ২৩৫ রানের লক্ষে খেলতে নেমে ৪৮ ওভাবে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ নারী দল সংগ্রহ করে ১৩৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন লতা মণ্ডল। ইংল্যান্ডের বিপক্ষে জিততে দরকার ২৩৫ রান
নারী বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জিততে বাংলাদেশের দরকার ২৩৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান চার উইকেট হারিয়ে ৮৬। হাতে আছে ১৯ ওভার।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৩৪ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আসে ডাঙ্কলির ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে সালমা খাতুন নেন ২ উইকেট। আর জাহানারা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন ও লতা মণ্ডল নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৩৪/৬ (বিমাউন্ট ৩৩, স্কিভার ৪০, অ্যামি ৩১, ডাঙ্কলি ৬৭; সালমা খাতুন ৪৬-২)
বাংলাদেশ: ৪৮ ওভারে ১৩৪/১০ (শামিমা ২৩, শারমিন ২৩, ফারজানা ১১, নিগার ২২, লতা মণ্ডল ৩০; স্যোপি ১৩-৩)