নারায়ণগঞ্জে শহরের দক্ষিণ সস্তাপুর এলাকায় ঝুটের গোদাউনের অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে, এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আড়াইঘণ্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ১০টি ঝুটের গোডাউনসহ পাশের চারতলা ভবনের একটি ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়লে আসবাবপত্র পুরে যায়। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, আজ ভোর ৫টায় আগুন লাগে। খবর পয়ে ৫টা ২০মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুন নেভাতে পরে আরও তিন ইউনিট এসে যোগ দেয়। ৫টি ইউনিট আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ আহত হয়নি।