৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

    সর্বশেষ খবর

    প্রথমবারের মতো ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

    ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এই হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভূগর্ভস্থ একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে বলে শনিবার জানিয়েছে রুশ প্রতিরক্ষা দপ্তর।

    বিবিসি জানিয়েছে, রাশিয়ার দাবি সত্য হলে তারা এই যুদ্ধে প্রথমবার কিনজল বা ড্যাগার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর জন্য তারা মিগ-৩১ যুদ্ধবিমান ব্যবহার করেছে।

    চার বছর আগে পুতিন কিনজল ক্ষেপণাস্ত্রকে ‘অজেয়’ অস্ত্রের একটি সিরিজ হিসাবে উদ্বোধন করেছিলেন। তিনি দাবি করেছিলেন, এই ক্ষেপণাস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। কিনজল হাইপারসানিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।রাশিয়ার অন্যান্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হল জিরকন ও অ্যাভানগার্ড। দুটিই দ্রুতগামী ও দূরপাল্লার।জুরিখের সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের ডমিনিকা কুনেরতোভা বলেন, ‘এটা পশ্চিমাদের জন্য একটি সংকেত, কারণ পুতিন বিরক্ত যে পশ্চিমারা সমস্ত অস্ত্র [ইউক্রেনে] স্থানান্তর করার সাহস দেখিয়েছে।’

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর