২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

    সর্বশেষ খবর

    মাশরাফী ব্যাট হাতে আবারো অনুশীলনে ফিরলেন

    ফেসবুকে আশার সংবাদ দিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। লিখেছেন, আট নম্বর অস্ত্রোপচার এখনই লাগছে না। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে অবসর সময়ে করাবেন কোমরের সার্জারি।

    চেন্নাইয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ফিরে মাঠে নামতে তাই আর দেরি করলেন না লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার। বৃহস্পতিবার মিরপুরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন মাশরাফী।

    প্রথম রাউন্ড খেলতে পারেননি ম্যাশ। শুক্রবার শুরু হতে চলা দ্বিতীয় রাউন্ডে রূপগঞ্জের হয়ে দেখা যেতে পারে তাকে। বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।

    বিপিএলের মাঝপথে কোমরের চোটে ছিটকে গিয়েছিলেন মাশরাফী। আসর শেষ করতে পারেননি মিনিস্টার ঢাকার পেসার।

    আগের সাতটি অস্ত্রোপচারে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা থাকা অস্ট্রেলিয়ান সার্জন ডেভিড ইয়াংয়ের পরামর্শে মাশরাফী যান চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। সেখানকার চিকিৎসকই জানান অস্ত্রোপচার পরে করালেও চলবে।

    একাডেমি মাঠের নেটে অনুশীলনে এদিন ব্যাট হাতে নেমে পড়েন মাশরাফী। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩ হাজারের বেশি রান আছে তার, ৫০ বলে সেঞ্চুরির কীর্তিও রয়েছে। ২০১৬ সালে ফতুল্লায় শেখ জামালের বিপক্ষে কলাবাগানের হয়ে ৫১ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর